রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
থানা প্রতিনিধি:গভীর নলকুপ বসাতে গিয়ে শ্রমিকরা গ্যাসের সন্ধান পেয়েছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা গ্রামের। ওই গ্রামের জনৈক সিরাজ হাওলাদারের বাড়িতে গভীর নলকুপ বসানোর সময় ৪৪০ ফুট নিচের পাইপ দিয়ে বুদ বুদ শব্দ বের হয়। কৌতুহল বসত শ্রমিকরা ম্যাচের কাঠি জ্বালিয়ে পাইপের মুখে দিলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। বিষয়টি মুহুর্তের মধ্যে ওই এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনতা বিষয়টি একনজর দেখার জন্য নলকুপ স্থাপনকারী সিরাজের বাড়িতে ভীড় জমাচ্ছেন।শুক্রবার দুপুর থেকে এ রিপোট লেখা পর্যন্ত (শনিবার দুপুর দুইটা) অনাবরতভাবে নলকুপের পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। বাড়ির মালিক সিরাজ হাওলাদার বলেন, নলকুপ বসানোর একপর্যায়ে ৪৪০ ফুট মাটির নিচে পাইপ যাওয়ার পর সেখান থেকে প্রাকৃতিক গ্যাস বের হওয়া শুরু হয়। গভীর নলকুপের পাইপ দিয়ে এ গ্যাস বের হওয়ায় ও আগুনের স্ফুলিঙ্গ দেখে তারা আতংকে রয়েছেন।
Leave a Reply