সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব। তিনি বরিশালের উজিরপুরে মাদ্রাসা ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে ১৮ শিক্ষার্থী নিয়ে খালে পড়ার মর্মান্তিক দূর্ঘটনার সংবাদ শুনে বরিশাল শহর থেকে দ্রুত গতিতে উজিরপুর হাসপাতালে ছুটে আসেন।
নিহত দুই শিশু শিক্ষার্থীর মরদেহ দ্রুত তার পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়ে আহত শিশুদের স্বচক্ষে একনজর দেখা ও চিকিৎসার খোঁজখবর নিতে উজিরপুর হাসপাতালের ২য় তলায় উঠে দেখতে পান আশঙ্কাজনক অবস্থায় দুই শিশু শিক্ষার্থী ছটফট করছে। পাশেই তাদের স্বজনদের আহাজারী দেখে নিজে পকেট থেকে নগদ টাকা অসুস্থ শিক্ষার্থীর এক অভিভাবকের হাতে তুলে দেন।
চিকিৎসক ওই শিশুকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরনের কথা বললে বরিশাল নেয়ার জন্য কোন এ্যাম্বুলেন্স না থাকায় অতিরিক্ত পুলিশ সুপার রকিব নিজেই তার ব্যবহৃত পুলিশ পিকআপে করে গুরুতর আহত শিশুদের বরিশালে শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন।
এমনকি অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব হাসপাতালে ঘুরে গুরুতর আহত আরও দুই শিশু সহ ৩ জন শিশু শিক্ষার্থীকে তার ব্যবহৃত গাড়িটিতে করে বরিশাল শেবাচিমে পৌছে দেন। এসময় উপস্থিত শতশত মানুষ পুলিশের এ উর্দ্ধতন কর্মকর্তার এমন মানবিকতার ভুয়সী প্রসংশা করেন। বরিশাল শেবাচিমে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া ৩ শিশুই বর্তমানে শংকামুক্ত রয়েছেন বলে সর্বশেষ তথ্যে জানা গেছে।
Leave a Reply