মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জাটকা সংরক্ষণে দুই মাস বন্ধ থাকার পর দেশের ছয়টি অভয়াশ্রমে মাছ ধরা শুরু হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই পদ্মা, মেঘনাসহ বিভিন্ন নদীর অভয়াশ্রমে মাছ শিকার করেন জেলেরা। তবে তাদের অভিযোগ, কাঙ্ক্ষিত ইলিশ জালে ধরা পড়ছে না। জেলা মৎস্য কর্মকর্তা জানান, ধীরে ধীরে জেলেদের জালে ধরা পড়বে ইলিশ।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকাজুড়ে অভয়াশ্রমে বৃহস্পতিবার গভীর রাত থেকে মাছ শিকার শুরু করেছেন জেলেরা। জালে ছোট ও মাঝারি আকারের ইলিশ ধরা পড়লেও তা পর্যাপ্ত নয় বলে জানান তারা। জেলা মৎস্য কর্মকর্তা জানান, কয়েকদিনের মধ্যে জেলেদের জালে ধরা পড়বে ইলিশ।
নিষেধাজ্ঞার সময়সীমা পার হওয়ায় শরীয়তপুরের পদ্মা নদীর ২০ কিলোমিটার এলাকায় মাছ ধরছেন জেলেরা। তবে নদীতে জাল ফেললেও কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না বলে জানান জেলেরা। ভোলা, লক্ষ্মীপুর, বরিশাল ও পটুয়াখালীসহ সব অভয়াশ্রমেই মাছ শিকারে নেমেছেন জেলেরা। জাটকা রক্ষায় ৬টি অভয়াশ্রমে গত মার্চ ও এপ্রিল দুই মাস ইলিশসহ সব ধরণের মাছ শিকার, বেচাকেনা, মজুদ ও পরিবহন নিষিদ্ধ ছিল।
Leave a Reply