মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : জাতীয় দৈনিক দি বাংলাদেশ টুডে বরিশাল ব্যুরো অফিস ও ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাতে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) নগরীর রয়েল রেস্তোরায় এ ইফতার ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।
এসময় তিনি বলেন – নতুন যারা সাংবাদিকতার মতো মহান পেশায় সঙ্গে জড়িত হচ্ছে তারা দেশের ভাবমূর্তি উজ্জল করবে। সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকরা সোচ্ছার থাকলে সকল অপশক্তি মোকাবেলা করা সম্ভব।
বিশেষ অতিথি ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের চেয়ারম্যান নুরুল ইসলাম। স্বাগত বক্ত রাখেন বাংলাদেশ টুডে বরিশাল ব্যুরো প্রধান ও ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের সিইও ইঞ্জিনিয়ার জিহাদ রানা।
উপস্থিত ছিলেন দৈনিক ভোরের অঙ্গিকারের নির্বাহী সম্পাদক এম খান সুজন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক নাসিমুল হক, মেট্রোপলিটন প্রেসক্লাবের সহ-সভাপতি এম আর প্রিন্স, ডিবিসি নিউজের অপূর্ব অপু, নিউজ এডিটরস কাউন্সিল বরিশালের সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সাধারন সম্পাদক খন্দকার রাকিব, সাংগঠনিক সম্পাদক রিপন হাওলাদার, মুলদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর সুমন, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
Leave a Reply