রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন
থানা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে ট্রাফিক পক্ষ পালন ও মাদকবিরোধী অভিযানকালে কাগজপত্র না থাকায় এক ছাত্রলীগ নেতার মোটরসাইকেল জব্ধ করায় পুলিশ কর্মকতার বিচার দাবি করে বিক্ষোভ দাবি করেছে ছাত্রলীগ নেতারা। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রোববার ৮টার দিকে বোরহানউদ্দিন থানার এসআই ময়মুনুল ওই মোটরসাইকেলটি জব্ধ করেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন বোরহানউদ্দিন আব্দুর জব্বার কলেজ ছাত্রলীগের সদস্য জিহাদ।
পরে ছাত্রলীগ নেতা মিজানুর রহমান ও বাপ্পীর নেতৃত্বে কলেজ ছাত্রলীগ নেতারা এসআই ময়মুনুলের বিচার দাবি করে বিক্ষোভ করে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে জানান স্থানীয়রা।
এ ঘটনার পর রাত ১১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ খালেদা খাতুন রেখা, ওসি অসীম কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপারসহ (লালমোহন সার্কেল) পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করেন।
উপজেলা ছাত্রলীগ নেতারা অবশ্য দাবি করেন, এমন ঘটনা ছাত্রলীগের কোনো বিষয় নয়।
এসআই ময়মুনুল জানান, তিনি কর্তব্যরত থাকা অবস্থায় একটি মোটরসাইকেল চালককে থামতে বলায় তিনি উত্তেজিত হয়ে পড়েন। তার কাছে কোনো কাগজপত্রও ছিল না। পুলিশের দায়িত্ব পালনে তারা বাধা দেয়। এর পর পুলিশ মোটরসাইকেলটি থানায় নিয়ে যান। কাগজপত্র এনে দেখানোর পর মোটরসাইকেল ছেড়ে দেয়া হবে বলে ছাত্রলীগ নেতাদের জানানো হয়।
Leave a Reply