বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ার আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান সোমবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মো. মহিব্বুর রহমান।
শিক্ষার্থী চাঁদনী ও কেফায়েতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, প্রভাষক অধীর চন্দ্র ঢালী, শিক্ষার্থী রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মো. মহিব্বুর রহমান বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে রাজনৈতিক প্রভাবের কারনে শিক্ষার্থীরা অপরাজনীতির রাজনীতির শিকার হচ্ছে, সেখানে আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজ সম্পূর্ণ রাজনীতি মুক্ত। এ কারনে গত বছর এইচএসসি পরীক্ষায় এ কলেজ থেকে ২২৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ২১৮ জন উত্তীর্ণ হয়ে কলাপাড়ায় প্রথম হয়েছে।
পাশের হার ৯৭দশমিক ৩২ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। এখানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ সকল ধরণের সুবিধা প্রদান করা হয়।
তাই শিক্ষার্থীদের পাঠদানে মনযোগী হওয়ার আহবান জানান। অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণিতে ভর্তি ৩৯৪ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি। অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply