রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি:বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কুতুবপুর গ্রামে গাজীপুর- কুকুয়া নদীর উপর নির্মিত আয়রন ব্রিজটি ভেঙে পড়েছে। এতে তিন ইউনিয়নের দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ২০ হাজার মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।গতকাল বিকালে ব্রিজটি ভেঙে পড়ে।
জানাগেছে, ২০০৭ সালে স্থানীয় প্রকৌশলী বিভাগ কুকুয়া ইউনিয়নের কুতুবপুর গ্রামে গাজীপুর- কুকুয়া নদীর উপর একটি আয়রন ব্রীজটি নির্মাণ করে। নির্মাণকালে কাজের মান নিম্নমানের হওয়ায় নরবরে হয়ে যায়। বুধবার সন্ধ্যার দিকে আকস্মিক একটি ইজিবাইকসহ ব্রিজটি মাঝখান থেকে ভেঙে নদীতে পড়ে যায়। এতে ওই ইজিবাইকের চার যাত্রী আহত হয়।
এ ব্রিজটি দিয়ে আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম গাজীপুর, সোনাখালী, চাউলা, হলদিয়ার উত্তর রাওঘা, দক্ষিণ রাওঘা, তক্তাবুানিয়া ও কুকুয়ার কৃষ্ণনগর ও আজিমপুর গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করে।
পশ্চিম গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাসুম বিল্লাহ, যুথী ও শেফালী জানান, ব্রিজটি ভেঙে যাওয়ায় তারা এখন স্কুলে যেতে পারছে না।
কুতুবপুর ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম, নাসরিন একই কথা জানায়।
কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যার বোরহান উদ্দিন মাসুম তালুকদার বলেন, ভেঙে যাওয়া ব্রিজটি পরিদর্শন করেছি। স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী বিভাগকে জানিয়েছি যাতে দ্রুত মেরামত করা হয়। আপাতত একটি বিকল্প বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হবে। যা দিয়ে মানুষ ও শিক্ষার্থীরা চলাচল করতে পারেন।
আমতলী উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ব্রিজ ভেঙে যাওয়ার কথা শুনে দেখে এসেছি। মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প পাঠানো হবে।
Leave a Reply