শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:কুমিল্লা নগরীর একটি আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় এক নারী ও এক এনজিও কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে পুলিশ তাদের আটক করে।শনিবার (১০ মার্চ) বিকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।জানা যায়, মো. জুলহাস নামে এক এনজিও কর্মীর সাথে পরকীয়া সম্পর্ক ছিল হোমনা পৌরসভার গোয়াইর ভাংগা এলাকার এক প্রবাসীর স্ত্রীর। এরই জেরে তারা শুক্রবার রাতে নগরীর শাসনগাছা এলাকার হোটেল ইশিতার একটি কক্ষ ভাড়া নিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে উঠে।
বিষয়টি সন্দেহ হলে রাতে ৯৯৯ নম্বরে অভিযোগ করেন স্থানীয় এক ব্যক্তি। ফোন পেয়ে ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে সাজেদা ফাউন্ডেশন নামক একটি এনজিওর সুপারভাইজার মুন্সি মো. জুলহাস ও ওই প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়।কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply