শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : অপহরণের ৪৭দিন পর বরিশালের গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪)কে উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে গৌরনদী পৌরসভার তিকাসার এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এস.আই মো. আসাদুজ্জামান খান জানান, গৌরনদী পৌরসভার তিকাসার এলাকার সেকেন হাওলাদারের বখাটে ছেলে বাদশা হাওলাদার (২৫) স্কুলে আসা-যাওয়ার পথে অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে (১৪) প্রায়ই উত্ত্যক্ত করতো। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র শাহাদত বার্ষিকী উপলক্ষে ওই ছাত্রী দক্ষিণ পালরদী এলাকার নিজ বাড়ি থেকে গত ১৫ আগস্ট সকালে স্কুলের শোক র্যালীতে অংশ গ্রহনের উদ্দেশ্যে রওনা দেয়।
পথিমধ্যে ওই ছাত্রী সকাল ৯টার দিকে স্কুলের কাছে ব্রিজের সন্নিকটে পৌছলে বখাটে বাদশা হাওলাদার ছাত্রীর পথরোধ করে। এ সময় বাদশার নেতৃত্বে বখাটে ৩/৪ যুবক ওই ছাত্রীকে জোরপূর্বক ইজিবাইকে তুলে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় অপহৃতার মা বাদি হয়ে বাদশা হাওলাদারের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামি করে মঙ্গলবার রাতে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। গোপণ সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সকালে তিকাসার এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেন।
ডাক্তারী পরীক্ষার জন্য উদ্ধারকৃত স্কুলছাত্রীকে দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ২২ ধারায় জবানবন্দি দেয়ার জন্য বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। এ মামলার অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান।
Leave a Reply