রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনিকে দশমিনা উপজেলায় নলখোলা বন্দরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে আড়াই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে আওয়ামী লীগের প্রার্থী এসএম. শাহজাদা সাজুর সমর্থকরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। এ সময় রনির বিরুদ্ধে বিভিন্ন প্রকার স্লোগান দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটসহ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।স্থানীয় সূত্র জানায়, বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনি সকাল ১০টায় গলাচিপা থেকে মোটরসাইকেলে দশমিনা উপজেলার নলখোলা বন্দরস্থ বিএনপির কার্যালয় এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনীয় বৈঠকের আয়োজন করে। এ খবর পেয়ে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ লাঠিসোঁটা নিয়ে ওই কার্যালয় ঘিরে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
গোলাম মাওলা রনিকে বিএনপির দলীয় কার্যালয় আড়াই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। দুপুর সাড়ে ১২টায় গোলাম মাওলা রনিকে পুলিশ পাহাড়ায় গলাচিপা উলানিয়ার পৌঁছে দেয়।এ বিষয়ে গোলাম মাওলা রনি বলেন, আমি ব্যক্তিগত কাজে বিএনপি নেতা শাহ আলম শামসুর সঙ্গে দেখা করতে দশমিনা যায়।
সেখানে পৌঁছানোর পর স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপজেলার নলখোলা বন্দরস্থ বিএনপির কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, দশমিনা থানার ওসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে গলাচিপার ওলানিয়ার বাসায় পৌঁছে দেয়।তবে বিষয়টি অস্বীকার করেছেন দশমিনা থানার ওসি রতনকৃষ্ণ চৌধুরী। তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি।
Leave a Reply