শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান এমপি বজলুল হক হারুনকে প্রত্যাখান করে বিক্ষোভ ও ঝাড়- মিছিল করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সাবেক সহ-সম্পাদক মনিরুজ্জামান মনিরের কর্মী-সমর্থকরা। সোমবার সকালে পুলিশের বাঁধা উপেক্ষা করে রাজাপুর উপজেলা যুবলীগ কার্যালয় থেকে একটি ঝাড়ু মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ করেন তারা। পরে স্থানীয় যুবলীগ অফিসে বিক্ষোভ সমাবেশ হয়।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য রাজাপুর উপজেলা আ.লীগের সভাপতি জাতীয় সংসদের ধর্ম মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি প্রিমিয়ার ব্যংাকের পরিচালক আলহাজ¦ বজলুল হক (বিএইচ) হারুনকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামীলীগ। এ আসনে অন্য প্রার্থীরা এমপি হারুনকে সমর্থন জানালেও বেকে বসে মনির। মনোনয়ন ঘোষনার পর থেকে মনির পন্থিদের মধ্যে অসন্তেষ বিরাজ করে আসছে।সমাবেশে বক্তারা দলীয় মনোনীত প্রার্থী বজলুল হক হারুনের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। এমপি হারুনের মনোনয়ন বাতিল করে আওয়ামী লীগের কেন্দ্রিয় উপকমিটির কমিটি সাবেক সহ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে মনোনয় দেয়ার দাবী জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, রিয়াজ মাতুব্বর প্রমূখ।রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, আমরা বিক্ষোভ মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুদ্ধদের ছত্রভংক্ষ করে দেই। তবে হতাহতের কোন সংবাদ আমাদের কাছে নেই।
এ ব্যাপারে এমপির ছোট ভাই জেলা আওয়ামী লীগ নেতা ও গালুয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, মনোনয়ন নিয়ে বিরোধ নিরসনে আমরা কাজ করছি। বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ তা বন্ধ করে দেয়।
Leave a Reply