শুক্রবার, ১৬ মে ২০২৫, ১১:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ছাত্রদল কর্মীর পৈতৃক জমি দখলের চেষ্টা করেছেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী—এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মহানগর ছাত্রদলের কর্মী মো. মেহেদি হাসান। মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, বরিশাল নগরীর হরিপাশা মৌজায় তাদের বাপ-দাদার ১ একর ৪৮ শতাংশ জমি দখল করতে রাতের আঁধারে বালু ফেলা হয়েছে।
মেহেদি দাবি করেন, জমিটি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও গত ৯ মে রাত ৯টার দিকে বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম খান, মাহফুজুর রহমান এবং স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা মশিউর রহমান মঞ্জুর নেতৃত্বে ১০০ থেকে ১২০ জন লোক অস্ত্র ও পাইপসহ জমিতে জোরপূর্বক বালু ফেলতে আসে। স্থানীয়রা বাধা দিলে তারা পালিয়ে যায়।
তিনি অভিযোগ করেন, জমি দখলের এই চেষ্টার পেছনে রয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও ‘ওয়ান বিল্ডার্স’ মালিক মাসুম বিল্লাহ। তিনি বলেন, “মঞ্জু, জসিম ও মাহফুজ এখন এই জমির মালিক, তারাই এটি ভরাট করবে।”
মেহেদি বলেন, তার পরিবার ২০১৭ সালে ১৮ জনকে বিবাদি করে দেওয়ানি মামলা দায়ের করে, যার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন পলাতক আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন।
সংবাদ সম্মেলনে মেহেদি প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ ও নিজের পরিবারের নিরাপত্তা দাবি করেন। অপরদিকে অভিযুক্তরা ফোনে বলেন, তারা এ ঘটনায় জড়িত নন এবং প্রমাণ হলে দায় স্বীকার করবেন।
Leave a Reply