মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ॥ ফিলিস্তিনি ন্যাশনাল ও ইসলামিক ফোর্সেস গ্রুপ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। আলজাজিরার বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ খবর জানিয়েছে। ২০০০ সালে দ্বিতীয় ইন্তিফাদা শুরুর পর ইয়াসির আরাফাতের অনুমোদনে ও মারওয়ান বারগুতির নেতৃত্বে গঠিত হয় এই জোট।
জোটের বিবৃতিতে গাজায় চলমান ইসরায়েলি হামলায় বেসামরিক ফিলিস্তিনিদের ক্রমবর্ধমান মৃত্যু ও মানবিক সংকটের কথা তুলে ধরা হয়েছে। ধর্মঘটের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ ও যুদ্ধবিরতির জন্য চাপ সৃষ্টি করা উদ্দেশ্য বলে জানানো হয়েছে। বিবৃতিতে ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।
একইসঙ্গে ফিলিস্তিনি সংকট সমাধানে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা জোরদারের গুরুত্বও তুলে ধরা হয়েছে। গত কয়েক মাসে গাজায় ইসরায়েলি হামলায় হাজারো ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি গোষ্ঠীটি বিশ্বব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।
এই ধর্মঘটে কতটা সাড়া মিলবে তা এখনই স্পষ্ট নয়। তবে ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যেই বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। গাজায় চলমান সংঘাত ও মানবিক বিপর্যয় রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করছে ফিলিস্তিনি পক্ষ।
Leave a Reply