শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক ॥ কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন গত শুক্রবার (৩১ জানুয়ারি) অসুস্থ হয়ে পড়েন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ শিরোনামে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করার সময় তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরে তাকে তাৎক্ষণিকভাবে একটি হাসপাতালে নিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়। কিন্তু শনিবার সকালে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এ রাখা হয়েছে।
সাবিনা ইয়াসমিনের অসুস্থতার খবর নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দিঠি আনোয়ার, গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করেছেন। তিনি জানান, সাবিনা ইয়াসমিন বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন এবং তার দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
বাংলাদেশের সংগীত জগতের এক অমূল্য রত্ন হিসেবে পরিচিত সাবিনা ইয়াসমিন বাংলাদেশের চলচ্চিত্র, দেশাত্মবোধক গান, উচ্চাঙ্গ সঙ্গীত, ধ্রুপদী, লোকসংগীত এবং আধুনিক বাংলা গানসহ নানা ধরনের সঙ্গীতে অসাধারণ কণ্ঠ দিয়েছে। তিনি তার সংগীত ক্যারিয়ারে ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। তার অবদানের জন্য ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার তাকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক প্রদান করেন এবং ১৯৯৬ সালে তাকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।
অবশেষে, গত বছরের ৩১ মে দীর্ঘ সাড়ে তিন মাসের চিকিৎসা শেষে তিনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরে আসেন।
Leave a Reply