সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:বরিশাল সরকারী দুগ্ধ খামারের কর্মচারী ও নগরীর ২৩নং ওয়ার্ড বাসিন্দা দুলাল সিকদারের হত্যাকারী ও হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহত দুলালের পরিবার ও এলাকাবাসী।আজ (২৪ নভেম্বর) শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদররোডে এ কর্মসূচি পালন করেন তারা।
সমাজতান্ত্রিক দল (বাসদ) সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, নিহত দুলাল সিকদারের স্ত্রী রহিমা বেগম, কন্যা দোলা আক্তার, ছেলে নোভেল সিকদার, দুলালের ভাইয়ের ছেলে অঞ্জন সিকদার ও এলাকাবাসীর পক্ষে জুনায়েদ বক্তব্য রাখেন।উল্লেখ্য ১ মাস পূর্বে উক্ত এলাকার সন্ত্রাসী আকিল, মুরাদ, লাবু, বাবু,আলতাফ ও বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারী মুরাদসহ একদল ভূমিদস্যু জোড় পূর্বক জমি দখল করে রাখে।
এ ব্যাপারে দুলাল সিকদার বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন আদালতে মামলা দায়ের করেন। মামলা তুলে না নেয়ার কারনে আসামীরা (২২ নভেম্বর) বৃহস্পতিবার সন্ধায় নগরীর ২৩নং ওয়ার্ড দড়গাঁহ্ বাড়ি এলাকায় বসে দুলাল সিকদারের উপর হামলা চালিয়ে তাকে পিঠিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।
এ সময় স্থানীয় এলাকাবাসী এ্যাম্বুলেন্স খবর দিয়ে নিয়ে আসলেও হামলাকারীদের বাধার মুখে ফিরে যেতে হয় এ্যাম্বুলেন্স।পরবর্তীতে পুলিশ গিয়ে দুলালকে উদ্বার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বেই দুলাল সিকদারের মৃত্যু হয়।এ ব্যাপারে দুলালের স্ত্রী বাদী হয়ে ২২ জনকে আসামী করে মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
Leave a Reply