শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
হিজলা প্রতিনিধি : আপনাদের সহযোগিতায় মহান আল্লাহ যদি আমাকে বরিশাল-৪ সংসদীয় আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমার নির্বাচনী এলাকায় আর কোনো সহিংসতা নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.শাম্মী আহমেদ। তিনি আরও বলেন, এখানে আমরা বিভিন্ন ধর্মের লোক বসবাস করি।কেউ যদি সহিংসতা করতে চায় আর সে যদি আমার পরিবারের সদস্য বা আমার সন্তানও হয় তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে বুধবার ২৯ নভেম্বর দুপুরে বরিশালের হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুদীপ্ত কুমার সিংহ এর কার্যালয়ে বরিশাল-৪ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন পত্র জমাদান শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উক্ত মন্তব্য করেছেন। তার প্রয়াত বাবার আসনেই তাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, সহ সভাপতি আলহাজ্ব ইকবাল হোসেন মাতুব্বর, নজরুল ইসলাম মিলন, মোহাম্মদ আব্দুল লতিফ খান, পণ্ডিত শাহবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন দিপু সহ হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাটের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
Leave a Reply