রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের নাজিরপুর উপজেলার গৃহবধূকে দলবেঁধে ধর্ষন ও আত্মহত্যার প্ররোচনার মামলার আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর একটি দল। মামলার এক বছর পর আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব-৮ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।
গ্রেপ্তার হওয়া মো. আসলাম চৌধুরী বাবু (২২) গোপালগঞ্জের কোটালীপাড়ার বানারঝর এলাকার লাল মিয়া চৌধুরীর ছেলে। সংবাদ সম্মেলনে র্যাব-৮ অধিনায়ক জানান, ২০২২ সালের ১৩ মে বিকেল ৪টায় গৃহবধূ কেনাকাটার জন্য গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলায় যায়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামি বাবুর সহযোগী জিসান গৃহবধূকে ভয় দেখিয়ে মোটরসাইকেলযোগে তালপুকুরিয়া রোডের কালাম মোল্লার ঘেরে নিয়ে যায়। সেখানে নেয়ার পর নামধারী তিনজন এবং অজ্ঞাতনামা আরো দুইজনসহ পাঁচ আসামী গৃহবধূকে পালাক্রমে রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ধর্ষণ করে।
পরে লিংক রোড এলাকায় ফেলে রেখে চলে যায়। অধিনায়ক বলেন, গৃহবধূকে পরিবারের লোকজন উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়। পরদিন ১৪ মে ভোর ৫টায় ওই গৃহবধূ নিজ বাড়ির আম গাছের ডালের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় গৃহবধূর স্বামী পিরোজপুর জেলার নাজিরপুর থানায় অপহরণ করে দলবদ্ধভাবে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনায় সহায়তার অভিযোগ এনে মামলা করেন।
ঘটনার পরে প্রধান আসামি বাবুসহ সবাই আত্মগোপনে চলে যায়। অধিনায়ক জানান, এ ঘটনার প্রেক্ষিতে বরিশাল র্যাব-৮ ও মাদারীপুর ক্যাম্পের একটি দল বুধবার রাত ১০টায় তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে। পরে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি বাবুকে গ্রেফতার করা হয়েছে। তাকে নাজিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামিরা পুলিশের হাতে বিভিন্ন সময়ে গ্রেফতার হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক।
Leave a Reply