শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) বাউল শিল্পী ছালমা আলমগীরের নামে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে আট জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
ছালমা আলমগীর বাদী হয়ে মঙ্গলবার দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন। আদালতের বিচারক গোলাম ফারুক রাজাপুর থানার ওসিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন মিজানুর রহমান ওরফে নীরব, রাজ্জাক হোসাইন পিন্টু ওরফে রাজ্জাক পিন্টু, কামরুল ওরফে কামরুল, নাফিউল ইসলাম, বশির আহমেদ খলিফা, নাজমুল হাসান সীমান্ত, নুরুল আলম মোল্লা ও খন্দকার সিরাজুল ইসলাম।
ছালমা আলমগীরের অভিযোগ, তাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ও মানহানিকর পোস্ট দিয়েছেন আসামিরা।
মামলার এজাহারে ছালমা আলমগীর উল্লেখ করেছেন, সম্প্রতি ছালমার মোবাইল ফোন চুরি হয়। ফোন থেকে একটি ভিডিও নেন আসামিরা। গত ২৫ মার্চ বিকাল ৩টার দিকে ধারণকৃত ভিডিওর বিভিন্ন স্ক্রিনশট দিয়ে ছবি তৈরি ও ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট দেন। এতে তার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করেন।
ছালমা আলমগীর বলেন, ‘আপত্তিকর মন্তব্য লিখে মিজানুর রহমান ওরফে নীরব হাওলাদারের ফেসবুক থেকে ছবি ও ভিডিও পোস্ট করা হয়। বাকি আসামিরা ছবি ও ভিডিও শেয়ার করে নানা মন্তব্য করেছেন। এ ধরনের সম্মানহানি ও বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়ায় মামলা করেছি। আমি এর উপযুক্ত বিচার চাই।
Leave a Reply