সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিস এবং আমেরিকা প্রবাসী ও এক ইটভাটা মালিকের বাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত সলিয়াবাকপুর ও চাখার এলাকায় এই ঘটনা ঘটে।
বানারীপাড়া থানার ওসি হেলালউদ্দিন বলেন, ডাকাত দল প্রথমে সলিয়াবাকপুরের ইটভাটা মালিক কাজী কামরুজ্জামানের বাসায় হানা দেয়। দ্বিতল ভবনের নিচ তলার গ্রিল কেটে চার সদস্যর ডাকাত দল প্রবেশ করে। পরে ডাকাতরা নিচ তলায় অবস্থান করা কাজী কামরুজ্জামানের মা জাহানারা বেগম ও দুই গৃহকর্মী ময়না ও জান্নাতের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর দোতলায় কাজী কামরুজ্জামানের ঘরের দরজা ভেঙে ঢুকে তাদেরও বেঁধে রাখে।
“পরে আলমারি ভেঙে লাইসেন্স করা একটি শটগান, ১৫ রাউন্ড কার্তুজ, নগদ ১০ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার, সিসি ক্যামেরার হার্ডডিক্স ও পাঁচটি দামি মোবাইল ফোন লুট করেছে।”
ওসি জানান, চাখার এলাকার সিকদার বাড়ির যুক্তরাষ্ট্র প্রবাসী পারভীন বেগমের পারভীন মঞ্জিলেও ডাকাত হানা দেয়।
“ডাকাতরা বাসায় ঢুকে নগদ লক্ষাধিক টাকা, ৬৫ ইউএস ডলার, ১৪ ভরি স্বর্ণালংকার লুট করেছে।”
ওসি আরও বলেন, “ডাকাত দল চাখার সাব-রেজিস্ট্রার অফিসের দরজা ভেঙে ভিতরে ঢুকেছে। পরে অফিসের কাগজপত্র তছনছ করে এবং অফিস থেকে একটি পেন ড্রাইভ নিয়ে গেছে।”
ঘটনার পর পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বরিশালের এসপি মারুফ হোসেন বলেন, এ মুহূর্তে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারব না।”
ঘটনাস্থল পরিদর্শন করার পর অতিরিক্ত ডিআইজি এহসান উল্লাহ বলেন, “অস্ত্র উদ্ধারসহ ডাকাতদের চিহ্নিত এবং গ্রেপ্তারের জন্য পুলিশের সকল বিভাগ সর্বাত্মক চেষ্টা করছে। এ মুহূর্তে এর চেয়ে আর কিছু বলতে পারছি না।”
Leave a Reply