সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালীতে বুদ্ধিপ্রতিবন্ধীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মাইনউদ্দিন মুন্সী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, টানা আট মাস ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে মাইনউদ্দিন। এতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত রাতে ওই তরুণীর মা চরমোন্তাজ তদন্ত কেন্দ্রে মৌখিক অভিযোগ জানালে রাতেই পুলিশ মাইনউদ্দিনকে গ্রেফতার করে।
রাঙ্গাবালী থানার ওসি জগলুল হায়দার জানান, মাইনউদ্দিনকে চরমোন্তাজ ইউনিয়ন থেকে রাঙ্গাবালী থানায় নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply