সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা সদর রোড ও বিবিরপুকুর পাড়। সেখানে রয়েছে বিভিন্ন ব্যাংক, বীমা আর্থিক প্রতিষ্ঠানসহ নামি-দামি শপিংমল। ওই এলাকায় পুলিশের বাড়তি টহল থাকায় নারীদের স্বাধীনভাবে চলাচল একটু বেশিই। আর সেই নারীদের টার্গেট করে নারী ছিনতাইকারীরা। কৌশল হিসেবে বোরকা ও মুখে মাস্ক ব্যবহার করে ছিনতাইয়ে অংশ নেয় তারা। বুধবার (২৬ জানুয়ারি) ছিনতাইয়ের শিকার হন বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর তাসলিমা কালাম পলি। তার ব্যাগ থেকে ৫০ হাজার টাকা ছিনতাই হয়। এ সময় তিনি সাহসিকতার সাথে ছিনতাইকারী দু’জনকে ধরে ফেলেন।
তাসলিমা কালাম পলি জানান, আজ বিবিরপুকুর পাড় পূবালী ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করেন তিনি। টাকা নিয়ে ব্যাংকের গেট থেকে বের হবার সময় ৪ জন বোরকা পরা মহিলা তাকে ফলো করে তার শরীরের সাথে ঘেঁষে হাঁটছিলেন। তবে তিনি তখন কিছু বুঝে উঠতে পারেননি। কিছুসময় হাঁটার পর সদর রোড মোড়ে গেলে ভ্যানেটি ব্যাগে হাত দেন টাকা ঠিক আছে কিনা দেখার জন্য। কিন্তু দেখেন ব্যাগের চেইন খোলা, টাকা নেই।
তিনি বলেন, মুহুর্তেই দৌড়ে যাই রাস্তার বিপরীতে। গিয়েই বোরকাপরা দু’জনকে চ্যালেঞ্জ করে তাদের ব্যাগ খুলতে বলি। বোরকা পরা ঐ ২ নারী ব্যাগ খুলে দেখায় যে তাদের ব্যাগে কিছু নেই। কিন্তু আমার সন্দেহ হয় তাদের ব্লাউজের মধ্যে টাকা রয়েছে। তখন আবারও চ্যালেঞ্জ করা হলে ব্লাউজের ভেতর থেকে ৫০ হাজার টাকার বান্ডিলটা বের হয়।
আটককৃতদের নাম রিনা ও আর্জিনা। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম জানান, এ ঘটনায় দ্রুত বিচার আইনে ছিনাতাইয়ের শিকার তাসলিমা কালাম পলি মামলা করেছেন। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply