শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় পৌরসভা চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও ছাত্রলীগের পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ছাত্রলীগের নেতাকর্মীরা। বেলা ১১টায় পৌরসভা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান। র্যালিতে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।
র্যালি শেষে পৌরসভা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আ. ওয়াহেদ খান, কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খোন্দকার মুজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ পথ চলায় বাংলাদেশ নামক রাষ্ট্রের গৌরবোজ্জ্বল সব অর্জনের সঙ্গে মিশে আছে ছাত্রলীগের নাম। সময়ের পরিক্রমায় গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যে সংগঠনটি প্রতিষ্ঠার ৭৪ বছর পার করে ৭৫ বছরে পা রাখছে। সামনের দিনে গৌরবের এই ধারাবাহিকতা বজায় রেখে সবাইকে একসঙ্গে নিয়ে সোনার বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
Leave a Reply