মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জন যাত্রী। তাদের মধ্যে তিনজন আইসিউইতে। চিকিৎসকরা বলছেন- সব যাত্রীই এখন শঙ্কামুক্ত। তবে তাদের পুরোপুরি সুস্থ হতে আরো সময় লাগবে।
হাসপাতালের স্টাফরা জানান, তারা ঢাকা ও বরিশালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় সেবা দিচ্ছেন।
আগের চেয়ে অনেকটা সুস্থবোধ করার কথা জানালেন রোগীরা। চিকিৎসক-স্টাফদের আন্তরিকতা ও হাসপাতালের সুযোগ-সুবিধায় সন্তোষ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা।
শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান বলেন, এখন সব রোগীই শঙ্কামুক্ত। যে তিনজন আইসিইউতে আছেন- তাদের অবস্থাও উন্নতির দিকে। তাদের চিকিৎসায় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বিশেষজ্ঞ টিম।
এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগার পর শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন রোগী ভর্তি হয়েছিলেন। বর্তমানে ৯ জন নারী ও ৫ শিশুসহ ৩৬ জন চিকিৎসা নিচ্ছেন।
Leave a Reply