মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
সুমণ তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশাল জেলার গৌরনদী টরকি বন্দর এর এক ব্যাবসায়ীর চালের গোডাউন এর চাবি নকল করে বান্দরের এক লেবার প্রায় লক্ষাধিক টাকার চাল চুরি করে নিয়ে যায়।
ঘটনাটি নজরে আসে গত বুধবার বিকেল পাঁচটার দিকে। লেবার ফরিদ একটি ভ্যানযোগে চোরাইকৃত চাল বার্থী বাজারে বিক্রি করার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে টরকি বন্দর ট্রাক স্টান্ড লেবার সুমনের সন্দেহ হয়, সুমন জিজ্ঞাসাবাদ করলে চোর ফরিদ তাকে উত্তর দেয় চাল বার্থী যাবে পরে সুমন ছেড়ে দেয়। চালের ভ্যান ছেড়ে দিয়ে সুমন বন্দরে ব্যবসায়ীদের কাছে জিজ্ঞাসা করলে জানতে পারে যে চাল দিলীপ সাহার গোডাউন হতে বের করা হয়েছে।
টরকি বন্দর এর চাল ব্যবসায়ী দিলীপ সাহার পুত্র সনদ সাহা তাৎক্ষণিক তার গোডাউন এর চাল চেক করে দেখতে পায় তার গোডাউন হতে অনেক চাল সরিয়ে নেওয়া হয়েছে।
দিলীপ সাহার পুত্র সনদ সাহা জানান ফরীদ তার ঘরে পার্মানেন্ট লেবার না মাঝে মাঝে ফরিদ তার ঘরে কাজ করে। ফরিদের কাছে গোডাউনের চাবি দিলে সুযোগ বুঝে ফরিদ চাবি নকল করে তার কাছে রেখে দেয়।
চাল চোর লেবার ফরিদ মাঝেমধ্যে এসে দিলীপ সাহার পুত্র সনদ কুমার সাহার কাছে এসে জানতে চায় সে বাসায় কখন খেতে যাবে কখন ব্যাংকে যাবে এবং তার ঘরের পার্মানেন্ট লেবার কে কোথায় আছে। সনদ সাহা কিছু বুঝতে পারত না তখন। ফরিদ সব খোঁজখবর নিয়ে ফাঁকা গোডাউন থেকে প্রায় প্রায়ই চাল সরিয়ে নিত।
সনদ কুমার সাহা জানান আনুমানিক প্রায় পনেরো দিন যাবত চোর ফরিদ তার গোডাউনের চাবি নকল করে এই চুরির ঘটনা চালিয়ে আসছে প্রথমিক ভাবে ধারণা করা হয় যে আনুমানিক এক থেকে দেড় লক্ষ টাকার চাল ফরিদ নিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে এর বেশিও হতে পারে পুরো গোডাউনের চাল গননা করলে বোঝা যাবে। গোডাউনে চাল বেশি থাকায় এখন সব চাল গননা করা সম্ভব না।
চোর ফরিদ বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী গাইনের পার এর মৃত মান্নান মাতুব্বরের ছেলে।
উল্লেখ্য যে এই ফরিদ আগেও টরকী বন্দর এর মুদি ব্যবসায়ী নিরব আলী আকনের ঘর থেকে তেল চুরি করার সময় ধরা পড়ে।
ফরিদের বড় ভাই বসার টরকি বন্দর এর বিশিষ্ট চাল ব্যবসায়ী মজিবর রহমানের ঘরে লেবারের কাজ করে, চোর ফরিদের বড় ভাই বসার এর কাছে এ বিষয় জানতে চাওয়া হলে তিনি জানান ফরিদ বর্তমানে বাড়িতে নেই।
টরকী বন্দর এর চাল ব্যবসায়ী দিলীপ সাহার গোডাউন থেকে লক্ষাধিক টাকার চাল নিয়ে ফরিদ উধাও হয়ে যায়।
দিলীপ সাহার পুত্র সনদ সাহা জানান এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply