মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশালের গৌরনদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রথম আলোর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে কারিতাস মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়। পরে প্রথম আলোর জন্ম দিনের কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী, বীর মুক্তিযোদ্ধা একেএম শামছুল আলম, গুনীজন ও সংবর্ধিত শিক্ষাবিদ সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মোসলেম উদ্দিন সিকদার, বরিশাল বিএম কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. নীলকান্ত বেপারীসহ অতিথিরা।
সূচনা বক্তব্য রাখেন প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সভাপতি খোকন আহম্মে হীরা, এনজিও ফোরামের উপজেলা সম্পাদক প্রেমানন্দ ঘরামী, রিপোটার্স ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, বন্ধুসভার উপদেষ্টা ও রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি পলাশ তালুকদার, বন্ধুসভার সভাপতি শ্রীকৃঞ্চ চক্রবর্তি।
অলোচনা শেষে গুনীজন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মোসলেম উদ্দিন সিকদার, প্রফেসর ড. নীলকান্ত বেপারীর হাতে সম্মননা ক্রেষ্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসসহ অতিথিরা।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহসম্পাদক মোহাম্মদ আলী বাবু, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, বরিশাল মেট্রোর নির্বাহী সম্পাদক মোল্লা ফারুক হাসান, বার্তা সম্পাদক আরিফিন রিয়াদ, যুব অধিকারের সমন্বয়ক সৈয়দ অহিদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বন্ধুসভার সম্পাদক এম,আর মহসীন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান।
Leave a Reply