বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া পৌরশহরসহ গোটা উপজেলার মধ্যে প্রায় ৫ শতাধিক অবৈধ বৌ-গাড়ি এবং ৩ শতাধিক ইজিবাইক চলাচল করছে। তার সাথে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে কয়েকশত রেন্টেকার মোটরসাইকেল। আছে ব্যাটারি চালিত অটো-রিক্সা, টমটম, ভয়াল ট্রলি গাড়ি ও নসিমন। এসব গাড়িগুলো প্রতিনিয়ত আঞ্চলিক সড়কে বেপরোয়াভাবে চলাচল করছে। সরজমিন দেখা যায় এই গাড়িগুলোর চালকের আসনে যারা বসে থাকেন তারা বেশিরভাগই অপ্রাপ্ত বয়স্ক এবং অদক্ষ। ফলে প্রায়ই ঘঠছে দূর্ঘটনা। এতে কেউ হারাচ্ছেন প্রাণ। আবার কেউ হচ্ছেন চিরতরে পঙ্গু। গত ১০ দিন পূর্বে উপজেলার চাখারে ইজিবাইকের নিচে পড়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে রত্তন শেখ (৮০) উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামে রাস্তা পার হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হন। তিনি ওই এলাকার মৃত কালু শেখের ছেলে। ইজিবাইক চালক সোহাগসহ স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এসময় চালক সোহাগ হাসপাতাল থেকে স্টকে পড়ে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযোগ রয়েছে একটি মহল বিশেষ ম্যানেজ করে বানারীপাড়া অলি-গলিসহ আঞ্চলিক সড়ক গুলোকে দখলে রেখেছে এই অবৈধ গাড়িগুলো। যেখানে সাধারণ পথচারিরা তাদের কাছে অসহায়।
বানারীপাড়া ছাড়াও সীমান্ত ঘেষা পাশ্ববর্তী জেলা ঝালকাঠির সদর উপজেলা থেকে প্রায় দেড় শতাধিক বৌ-গাড়ি ও ইজিবাইক প্রতিদিন পৌর শহরে প্রবেশ করে মানুষের জীবন যাত্রাকে অসহনীয় করে তুলেছে বলে স্থানীয় চালকরা অভিযোগ করেছেন।
একইদিন পৌর শহরের ৩নং ওয়ার্ডের তমাল তলা সংলগ্ন খালে মাছ ধরতে গিয়ে মাসুম (৩০) নামের এক ভ্যানচালক মারা গেছেন। দুপুরে বাসা সংলগ্ন খালে মাছ ধরতে যায় মাসুম। ধারণা করা হচ্ছে মাছ ধরার জন্য খালের পাশের গাছের নিচে ডুব দিয়ে শিকড়ের ফাকে আটকে যায় সে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে সেখানে কতর্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।দুজনের বাড়িতে চলছে শোকের মাতম।
Leave a Reply