বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
মুলাদী প্রতিনিধি॥ মুলাদীতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি প্রভাবশালী মহল জোড়পূর্বক জমি দখল করে বহুতল ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বীরদর্পে। জানাগেছে, মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের বানীমর্দন জয়বাংলা বাজারে মৃত: এসহাক তালুকদারের পুত্র নান্টু তালুকদার পৈত্রিক সম্পত্তিতে বানীমর্দন গ্রামের মোস্তাফিজুর রহমান (বাদল) খানের পুত্র শুভ খান, একুব আলীর সরদারের পুত্র আলাউদ্দিন ওরফে ফালান সরদার কিছু সংখ্যক সন্ত্রাসী জমি দখল ও গাছ কর্তনের জন্য আসে। খবর পেয়ে নান্টু তালুকাদর তার পরিবার ও স্থানীয় লোকজন নিয়ে সেখানে এসে জমি দখল ও গাছ কর্তনে বাধা প্রদান করলে সন্ত্রাসীরা তাকে ও তার পরিবারকে দেখে নেয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
এঘটনার পর নান্টু তালুকদার পৈত্রিক সমস্পত্তি রক্ষায় বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভীত্তিতে আদালত বিরোধীয় সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা গ্রহণের জন্য মুলাদী থানা অফিসার্স ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। ১৮ সেপ্টেম্বর বিবাদী সহ তাদের সহযোগীরা নান্টু তালুকদার সেই জমি দখল করে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করলে এতে নান্টু তালুকদার বাধা দিলে তা উপেক্ষা করে ভবন নির্মাণ কাজ চালিয়ে যায় তারা। খবর পেয়ে গতকাল ১৮ সেপ্টেম্বর শনিবার মুলাদী থানা এস.আই উজ্জলের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে বহুতল ভবন নির্মাণের কাজ স্থগিত করে আসেলও তারা চলে আসার পর পুনরায় সেই কাজ আরও জোরদারভাবে শুরু করেছে ঐ সন্ত্রাসী মহলটি।
প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগী নান্টু তালুকদারকে কাজ বন্ধের কথা জানানো হলেও সেই কাজ চালিয়ে যাওয়ায় হতাশ হয়ে পরেছে নান্টু তালুকদার।
এব্যাপারে মুলাদী থানা অফিসার ইনচার্জ মাকছুদুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, যেহেতু আদালতের নিষেধাজ্ঞা রয়েছে তাই কোন কাজ করতে দেয়া হবে না।
Leave a Reply