বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:১০ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশালের গৌরনদী উপজেলার দুই গ্রামের চার হতদরিদ্র গৃহিণীর নামে আয়কর পরিশোধের নোটিশ প্রদান করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নোটিশ প্রাপ্ত গৃহিণীরা হলো- মাহিলাড়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের ভ্যানচালক কবির ইসলাম বেপারির স্ত্রী কল্পনা বেগম, মাহেন্দ্রা চালক ফারুক হোসেনের স্ত্রী সেলিনা বেগম, দিনমজুর মহসিন বেপারির স্ত্রী সুবর্ণা মোহসিন ও বিল্বগ্রাম এলাকার দিনমজুর চানমিয়া সরদারের স্ত্রী মনোয়ারা বেগম।
নোটিশপ্রাপ্ত গৃহিণী কল্পনা বেগম, সেলিনা বেগম ও সুবর্ণা মোহসিন একই পরিবারের আপন তিন সহোদরের স্ত্রী। নোটিশে তাদের গ্রাম মাহিলাড়া উল্লেখ করা হলেও তারা তিনজনই শরিফাবাদ গ্রামের বাসিন্দা। এরমধ্যে কল্পনা বেগম ও সুবর্ণা মোহসিনের নামে গত ২৮ জুলাই, সেলিনা বেগমের নামে ২২ আগস্ট এবং মনোয়ারা বেগমের নামে ২৪ আগস্ট বরিশাল উপ-কর কমিশনার কার্যালয়ের (বৈতনিক) শাখা থেকে উপ-কর কমিশনার স্বাক্ষরিত নোটিশগুলো ইস্যু করা হয়।
নোটিশে কল্পনা বেগম ও সুবর্ণা মহসিনকে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ সালের ১২৪ ধারায় কেন জরিমানা করা হবে না তার কারণ দর্শানোর জন্য ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৩০ ধারায় আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে নির্দেশ দেয়া হয়।
এছাড়াও মনোয়ারা বেগমকে কেন জরিমানা করা হবে না তার কারণ দর্শানোর জন্য আগামী ৭ সেপ্টেম্বর একই ধারায় নির্দেশ দেয়া হয়। সেলিনা বেগমকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে জরিমানার টাকা পরিশোধের জন্য নির্দেশ দেয়া হয়।
Leave a Reply