মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ভোলা থেকে খুলনাগামী বিআরটিসির বাসের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫টি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে বাসটি নগরীর রুপাতলী এলাকায় পৌছুলে উদ্ধার অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানার পুলিশের একটি দল। উদ্ধার করা এ কচ্ছপ গতকাল শনিবার বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) শাহ মো. ফয়সাল জানান, গোপনে জানতে পারেন ভোলা থেকে খুলনাগামী বিআরটিসি বাসে ৩৫টি কচ্ছপ পাচার করা হচ্ছে। এ খবরের ভিত্তিতে থানার পুলিশের একটি দল রুপাতলী এলাকায় অবস্থান নেয়।
বাসটি সেখানে পৌছুলে তল্লাশী করা হয়। তখন বাসের সিটের নিচ থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়েছে। তবে কোন পাচারকারীকে আটক করা যায়নি। শনিবার দুপুরে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম-বার) এর উপস্থিতিতে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে উদ্ধার হওয়া ৩৫টি কচ্ছপ হস্তান্তর করা হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় লক্ষাধিক টাকা মূল্যের এ কচ্ছপ আপাতত সংরক্ষন করা হবে। পরে সকলের উপস্থিতিতে মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হবে।
Leave a Reply