রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে আমড়াগাছিয়া বাজারসংলগ্ন চাওড়া দোন নদীর ওপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে যাওয়ার এক বছর পরও তা মেরামত করা হয়নি। ভেঙে যাওয়ার পরে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে নিজেদের অর্থ ব্যয় করে সেতুর ভাঙা অংশে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে। আজ বৃহস্পতিবার সকালে সেতুর ওপর দেওয়া সেই বাঁশের সাঁকোটিও ভেঙে নদীতে পড়ে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েছে তিন ইউনিয়নের মানুষ।
বৃহস্পতিবার দুপুরে কথা হয় স্থানীয় সজিব, শামীম ও নান্নুর সাথে। তারা বলেন, চাওড়া দোন নদীর ওপরে আমড়াগাছিয়া বাজারসংলগ্ন এলাকায় নির্মিত আয়রন সেতুটি পার হয়ে উপজেলার তিন ইউনিয়নের মানুষ ও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। আজ সাঁকোটি ভেঙে যাওয়ায় প্রায় অর্ধলক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছে।
গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি মুঠোফোনে বলেন, ভাঙা সেতুর ওপর নির্মিত বাঁশের সাঁকোটি যাওয়ায় মানুষ ভোগান্তিতে পড়েছে। দ্রুত এখানে একটি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুরোধ করব।
উপজেলা প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন মুঠোফোনে বলেন, ওখানে গার্ডার ব্রিজ নির্মাণের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে গার্ডার ব্রিজ নির্মাণ করা হবে।
Leave a Reply