শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশালের গৌরনদীতে উঠতি বয়সী তরুণরা মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে। গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করা হলেও কিছুদিন পর জামিনে বের হয়ে পূর্বের সেই মাদক ব্যবসায়ী জড়িয়ে পড়ছে তারা।
এমনই একজন তরুণ মাদক ব্যবসায়ীকে গৌরনদী উপজেলার হাজিপাড়া এলাকা থেকে চারশথ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম তরিকুল ইসলাম তপু সিকদার (২০) গ্রেফতারকৃত তপু ওই এলাকার জাহাঙ্গীর সিদকারের পুত্র।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হাজিপাড়া এলাকায় মাদক নিয়ে অবস্থান করার খবর জানতে পেরে থানার এসআই অহিদ মিয়া সঙ্গীয় ফোর্স এএসআই আসাদুল ইসলাম, পিনাকী সিকদার ও মোঃ নুরুল আলমকে নিয়ে অভিযান পরিচালনা করেন।
এসময় মাদক বিক্রেতা তপু সিকদারের দেহ তল্লাশী করে চারশথ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর একইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply