শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ পৌরসভার দক্ষিণ পালরদী মহল্লায় অভিযান চালিয়ে আন্তজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য বিশ্বজিৎ বনিক ও কাওসার খানকে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ অহিদ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ পালরদী মহল্লায় অভিযান চালায়।
গ্রেপ্তারকৃত বিশ্বজিৎ বনিকের বিরুদ্ধে মুলাদী থানায় ০৪ টি ও বরিশাল বিমানবন্দর থানার ০১ টি এবং কাওসার খানের বিরুদ্ধে বরিশাল বিমানবন্দর থানার ০১ টি ও গৌরনদী মডেল থানা ০১ টি করে মামলা রয়েছে। থানার এসআই মোঃ অহিদ মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
Leave a Reply