শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ: বরিশালের বাবুগঞ্জে ১ হাজার টাকার দুইটি জাল নোটসহ জাল টাকা চক্রের একজন সদস্য গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত সামিম বেপারী (২৭) জালকাঠি থানার ৭নং কোনা বাড়িয়া ইউনিয়নের চানপুর গ্রামের জালাল বেপারীর পূত্র।
এ ঘটনায় বরিশাল এয়ার পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৭। মামলা ও স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা ইউনিয়নের পোষ্ট অফিস বাজারে জাল নোট চক্রের দুইজন সদস্য সেলিমের মুদি দোকানে কেনাকাটা করতে আসে।
কেনাকাটা শেষে ১ হাজার টাকার নোট দিলে দোকানদার নোটটি জাল হিসাবে সনাক্ত করে। এসময় দোকানদার একজনকে আটক করে ডাক চিৎকার করলে একজন পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে এয়ারপোর্ট থানার এসআই তুহিন মিয়া আটক সামিম বেপারিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ বলেন, চক্রটি বরিশালের বিভিন্ন যায়গায় জালনোট ছড়িয়ে দিচ্ছে। পোষ্ট অফিস বাজারে এসে একজন ধরা খেলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
এয়ারপোর্ট থানার এস আই তুহিন মিয়া জানান, জালনোট চক্রের মূল হোতাদের সনাক্তে আমরা কাজ করছি।
Leave a Reply