শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফরিদপুর ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। নিহতের নাম মোঃ মাহফুজুর রহমান (৩০)। আজ (১৩ আগষ্ট) সকাল ৭.৩০ মিনিটের দিকে উপজেলার চুমুরদি বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, নিহত পুলিশ সদস্য শিবচর থানায় কর্মরত অবস্থায় ছুটি নিয়ে মোটরসাইকেল যোগে বরিশালের গ্রামের বাড়ী যাচ্ছিলো। পথিমধ্যে, চুমুরদি বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত নামা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পুলিশ সদস্য। পিক আপটি মুহূর্তে পালিয়ে যায়।
উল্লেখ্য, নিহত পুলিশ সদস্য মাহফুজুর রহমান বরিশাল বিমানবন্দর থানার রায়পাশা গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে। ময়নাতদন্ত শেষে, স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply