বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে চলমান লকডাউনের বিধিনিষেধ অমান্য করে রিকশা ও ট্রলার চালানো চালকদের মোবাইল কোর্টে জেল কিংবা জরিমানা না করে খাবার (চাল) দিয়েছেন মানবিক ইউএনও রিপন কুমার সাহা। রিকশা-ট্রলার না চালানো ও ঘরে থাকার শর্তে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার দুপুরে বানারীপাড়া পৌরসভা চত্বরে তিনি দুই শতাধিক চালককে ১০ কেজি করে চাল দেন। এ ছাড়া ৩৩৩ হটলাইনের মাধ্যমে তাদের আরো খাদ্য সহায়তার আশ্বাস দেন।
এ সময় বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদ, ভেটেনারি সার্জন মনামী রহমান উর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন, পেটের দায়ে তাদের যাতে রিকশা ও ট্রলার নিয়ে বের হতে না হয় এবং পরিবার পরিজন নিয়ে ঘরে থাকতে পারেন এজন্য মানবিক দৃষ্টিকোণে হতদরিদ্র এসব শ্রমিকদের শাস্তির বদলে খাবার (চাল) দেওয়া হয়েছে। লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের জন্য ৩৩৩ হটলাইনসহ ভিজিএফ ও ওএমএস কার্যক্রম চালু রয়েছে বলেও জানান তিনি।
এদিকে দরিদ্র রিকশা ও ট্রলার শ্রমিকদের মোবাইল কোর্টে শাস্তির বদলে তাদের অসহায় পরিবারের জন্য খাবার দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহাকে বানারীপাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতন মহল অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন।
Leave a Reply