শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ মাস শেষে বেতনের টাকা উঠিয়ে ভালো-মন্দ বাজার করে নিয়ে যাবেন বাসায়। কেউ কেউ আবার ব্যবসায়ী লেনদেনের টাকা অনলাইন করবেন টাকা পেয়ে মালামাল পাঠিয়ে দেবেন মিল মালিক কিংবা পাইকারি আড়তদার বৃন্দ।
কিন্তু ব্যাংকে এসে দেখা গেল ব্যাংকের গেটে তালা মারা নোটিশবোর্ড টানানো ব্যাংক বন্ধ। এমনেই চিত্র দেখা গেছে বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বন্দর টরকী বন্দর এর ব্যাংকের সামনে।
অগ্রণী, পূবালী ,সোনালী এরকম অনেক ব্যাংকের গেটেই ছিল তালাবদ্ধ তাই লক্ষ লক্ষ টাকা জমা দিতে এসে কেউ কেউ আবার বেতনের টাকা উঠাতে এসে মুখ ভার করে ফিরে গেছেন বাড়িতে।
কিন্তু ব্যাংক কর্মকর্তারা জানিয়েছিলেন লকডাউন চলাকালীন সময়ে সোমবার এবং বৃহস্পতিবার তাদের ব্যাংক খোলা থাকবে। তাই সে রকমেই প্রস্তুতি ছিল টরকী বন্দর এর ব্যবসায়ী বৃন্দের। এই বন্দরে প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা লেনদেন হয়ে থাকে। কিন্তু টাকা জমা দিয়ে দিতে ব্যাংকে গিয়ে ব্যাংকের গেটে তালা দেখে অনেকেই হতাশা প্রকাশ করেন।
টরকী বন্দর এর ব্যবসায়ী বৃন্দ ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন তারা যাতে ব্যবসায়ী লেনদেন করতে পারেন সেজন্য অন্তত লকডাউন চলাকালীন সময়ে সপ্তাহে তিন দিন ব্যাংক খোলা রাখা হয়।
Leave a Reply