মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশাল জেলার আগৈলঝাড়া পত্রিকা বিক্রেতা সিরাজুল হাওলাদারে চাচাতো ভাই মো. আল জিহাদ সানি নামে এক মাদরাসাছাত্র চার দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন পরিবার।
জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের মনির সেরনিয়াবাতের ছেলে ঝালকাঠি এনএস কামিল মাদরাসার হাফিজিয়া বিভাগের ছাত্র মো. আল জিহাদ সানি (১৪) গত চারদিন ধরে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ মাদরাসাছাত্রের মা কুমকুম নাহার জানান, আমার ছেলে মাদরাসা ছুটিতে বাড়ি আসে। সে গত ২৬ জুন বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে ঝালকাঠি চলে যায়। মাদরাসাশিক্ষক খলিলুর রহমান ৩০ জুন ফোনে জানায় তার ছেলে আল জিহাদ সানি মাদরাসা থেকে নিখোঁজ রয়েছে। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি গত ২ জুলাই ঝালকাঠি থানায় সাধারণ ডায়রি করেন।
ঝালকাঠি থানার উপপরিদর্শক সালাউদ্দিন জানান, নিখোঁজ মাদরাসাছাত্রের সন্ধানে কাজ করছে পুলিশ।
Leave a Reply