সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিনে করোনা পরিস্থিতির সার্বিক খোঁজ নেন শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মাদ জিয়াউর রহমান।
আজ শনিবার (০৩ জুলাই) পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সঙ্গে সংক্ষিপ্ত সফরে এসে খোঁজ খবর নেন ও কথা বলেন তিনি। এ সময় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সেনা বাহিনীর কর্মকর্তা ও সিভিল সার্জন ডা: হাসানাত ইউসুফ জাকী উপস্থিত ছিলেন।
এদিকে, লকডাউনের তৃতীয় দিনেও জেলা ও উপজেলার সর্বত্র ছিল কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা। শহরের প্রধান প্রধান সড়কগুলো ছিল জনশুন্য। তবে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হননি।
অহেতুক যারা ঘর থেকে বের হয়েছেন তাদেরকে পড়তে হয়েছে জবাবদিহিতার মুখে। এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বেশ কয়েকটি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
Leave a Reply