শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারে পানিতে ফেলে মাকে হত্যার অভিযোগে হিরনময় তালুকদার-(২০) নামের এক বখাটে ছেলেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের স্বামী হরলাল তালুকদার। শনিবার দিবাগত রাত ৯ টার দিকে ওই পাষন্ড ছেলেকে গ্রেফতার করা হয়। এদিকে আজ রোববার দুপুরে আটককৃত ওই আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান জানান, উপজেলার ডাসার থানার নবগ্রাম ইউনিয়নের পশ্চিম শশিকর গ্রামের অসহায় কৃষক হরলাল তালুকদারের স্ত্রী নিহত কানন তালুকদার-(৫৬) তার ঘাতক ছেলে হিরনময় তালুতদারকে নিয়ে গত বুধবার দুপুরে নৌকা যোগে একই এলাকার নয়াকান্দি গ্রামের এক কবিরাজের বাড়িতে চিকিৎসার জন্য নিয়ে যায়। এর পর থেকে নিহত স্ত্রী ও ঘাতক ছেলে নিখোঁজ হয়। পরে গত শনিবার দুপুরে পশ্চিম শশিকর গ্রামের বিলের মাঝে নিখোঁজ স্ত্রী কাননের লাশ দেখতে পান একই এলাকার শান্তি রঞ্জন তালুকদার।
পরে থানা পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন। এই ঘটনায় নিহতের স্বামী হরলাল রায় বাদী হয়ে ঘাতক ছেলে হিরনময় তালুকদারকে আসামী করে উপজেলার ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে দুই ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে নবগ্রাম এলাকার পরিত্যাক্ত একটি বাড়ি থেকে ঘাতক হিরনময়কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।
মামলার বাদী ও নিহতের স্বামী হরলাল তালুকদার বলেন, আমার স্ত্রী কাননকে হত্যা করেছে আমার বড় ছেলে হিরনময় তাই আমি তার নামে মামলা করেছি। আমি হত্যাকারীর ফাঁসি চাই।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং ঘাতক আসামীকে আমরা গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছি।
Leave a Reply