মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশাল সহ বাংলাদেশের সব জায়গাতেই বাজারে বিক্রি হচ্ছে রাসায়নিক যুক্ত আম। প্রশাসনিক নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা আম পাকানোর জন্য মেডিসিন ব্যবহার করে সেই আম বাজারে বিক্রি করছে। বাজারে বিক্রি হওয়া এই আম খেলে বিভিন্ন ধরনের রোগ বালাই হতে পারে যেমন কিডনি নষ্ট লাঞ্চের সমস্যা ইত্যাদি আরো অনেক রোগ-ব্যধি এমনটাই বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সঠিক বাজার মনিটরিং ও আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণেই বাজারে অসাধু ব্যবসায়ীরা এ সমস্ত ফল বিক্রি করতে সুযোগ পাচ্ছেন এমনটাই বলছেন ক্রেতাসাধারণ।
ভুরঘাটা টরকি বন্দর গৌরনদী বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করে দেখা যায় মেডিসিন মেশানো আম ছাড়া বাজারে কোন আম নেই। খুচরা কয়েকজন ব্যবসায়ীর সাথে এ বিষয়ে কথা বললে তারা জানান পাইকারি আড়তদাররা মেডিসিন মিশিয়ে আম তাদের কাছে বিক্রি করে। পাইকারি আড়তদারদের দাবি গাছ থেকে আম পেরে মেডিসিন মিশিয়ে তাদের কাছে পাঠানো হয়।
তবে ক্রেতাসাধারণ জানিয়েছেন যারাই এই ধরনের অপরাধের সাথে যুক্ত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা গেলে বন্ধ হতো এই ধরনের অপরাধ। এ বিষয়ে ক্রেতাসাধারণ প্রশাসনিক নজরদারি ও তাদের হস্তক্ষেপ কামনা করছেন।
Leave a Reply