মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ টানা ১৮ দিন পর অবশেষে ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বিএম কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করতে পারলেন প্রফেসর এ এস এম কাইয়ুম উদ্দিন আহমদ। গত ২৩ মে তিনি কলেজে যোগদানের চেষ্টা কললেও সাধারণ ছাত্রদের ব্যানারে একদল ছাত্রলীগ কর্মী তাকে প্রতিহতের ঘোষণা দেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক কাইয়ুম উদ্দিন আহমদ যোগদানকালে ছাত্রলীগের সেই নেতারা উপস্থিত ছিলেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, বিকেল ৪টায় উপাধ্যক্ষ কাইউম যোগদান করেছেন। এসময় আন্দোলনকারীদের দাবির বিষয়ে কোনো কথা হয়নি।
যোগদানকালে উপাধ্যক্ষ প্রফেসর এ এস এম কাইয়ুম উদ্দিন আহমদ অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মেয়াদ উত্তীর্ণ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক আল আমীন সরোয়ার এবং আন্দোলনের নেপথ্যে নেতৃত্ব দেওয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি আতিকুল্লাহ মুনীম উপস্থিত ছিলেন।
উপাধ্যক্ষ প্রফেসর এ এস এম কাইয়ুম উদ্দিন আহমদ বলেন, অধ্যক্ষর কাছে যোগদানপত্র দিয়ে তিনি বুধবার বিকেলে যোগদান করেছেন। এ সময় সহকর্মীরা তার সঙ্গে ছিলেন।
গত ২৩ মে উপাধ্যক্ষ হিসেবে প্রফেসর এ এস এম কাইয়ুম উদ্দিন আহমদ বিএম কলেজে যোগদান করার চেষ্টা করলে কলেজের প্রশাসনিক ভবনে অবস্থান নিয়ে বাঁধা দেয় ছাত্রলীগ কর্মীরা।সুত্র,কালের কন্ঠ
Leave a Reply