মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীতে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি পাবর্ত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মাননীয় মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সহধর্মীনী, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ’র মাতা সাহান আরা আব্দুল্লাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা যুবলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগ কার্যালয়ে মুলাদী প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আ’লীগ নেতা আলমগীর হোসেন সুমন রাড়ীর আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মুলাদী পৌরসভার ২৫টি মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিনদের অংশগ্রহণের স্বাস্থ্যবিধি মেনে স্মরণসভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলী আকবর মুন্সী। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন জুয়েলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমদ মোশাররফ রাড়ী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা আমিন ইমরান ভূইয়া, উপজেলা ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সভাপতি সেলিম আহমেদ চৌকিদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শিহাব উদ্দীন, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রবিন রাড়ী, উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাও. আব্দুন নূর, সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, পৌর জাতীয় ইমাম সমিতির সভাপতি মাও. মো. ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মাও. জাহাঙ্গীর হোসেন হাওলাদার, আলহাজ্ব মাও. মুফতি নূরুল আমিন, থানা মসজিদের খতিব হাফেজ শহীদুল ইসলাম, বায়তুত তাকওয়া জামে মসজিদের খতিব হাফেজ আলহাজ্ব মাও. ছালাহউদ্দীন, আ’লীগ নেতা মতিউর রহমান, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মু্িক্তযোদ্ধা অ্যাড. আব্দুল মালেক রাড়ীর উত্তোরসূরী তানভীর আহমেদ রাড়ী, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আবু বকর মুন্সী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, ছাত্রলীগ নেতা জাবেদ রাড়ী, রাজু মাতুব্বরসহ উপজেলা ও পৌর আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মোনাজাতের আয়োজক মুলাদী প্রেসক্লাবের সভাপতি ও আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন সুমন রাড়ী জানান, বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহ ছিলেন অনুকরণীয় রাজনীতিবিদ, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতের প্রত্যক্ষদর্শী। তাঁর শূণ্যস্থান পূরনীয় নয়। স্মরণ সভা শেষে সাহান আরা আব্দুল্লাহসহ সকল শহীদদের আতœার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
Leave a Reply