শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির সমার্থন পেয়েছে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম তারিকুল ইসলাম তারেক।
শনিবার বিকেল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য (বাবুগঞ্জ-মুলাদীর)-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু’র জাহাঙ্গীরনগর ইউনিয়নের নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় এ সিধান্ত গ্রহন করা হয়।
মতবিনিময় সভায় ইউনিয়ন জাপার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ কবির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর ছোট ভাই বিশিষ্ট্য সমাজ সেবক গোলাম শাহরিয়া বাদল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন নৌকা মনোনীত প্রার্থী চেয়ারম্যান এস এম তারিকুল ইসলাম তারেক।
আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেন, ‘আমরা তাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ওয়াদা বরখেলাপ করবোনা, নৌকাকে জয়যুক্ত করতে হবে। একচেটিয়া নৌকায় ভোট দিতে হবে, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। তিনি জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে জাহাঙ্গীর নগরে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশ দেয়। নির্বাচনে ভুল সিধান্ত নিলে খেসারত দিতে হয়। আপনাদের কিছু হলে আমিও দেখবো। আপনারা আমার দিকে তাকিয়ে কাজ করবেন। সকল ভুল ভ্রান্তি ভুলে গিয়ে নৌকায় ভোট দিবেন, নৌকার পক্ষে কাজ করবেন’।
সভায় বক্তব্য রাখেন, নয়ন হাওলাদার, ফারুক হোসেন, কবির হাওলাদার, শাহাবুদ্দিন হাওলাদার, সোহেল আকন, আরিফ হাওলাদার, মাছুম, লিয়া, হাদিস খান, রাজু খন্দকার সহ আরও অনেকে।
Leave a Reply