শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে রোববার (৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিকেলে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থেমে থেমে বাতাস বইতে থাকে। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতও শুরু হয়। ঝড়ো বাতাসে পদ্মা উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে সন্ধ্যা ৬টা থেকে নৌরুটের সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, আকাশের অবস্থা খারাপ হয়ে ওঠায় লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস রয়েছে। থেমে থেমে বজ্রপাতও হচ্ছে।
তিনি বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে লঞ্চ চলাচল শুরু করবে। তবে রাত ৮টার মধ্যে আবহাওয়া স্বাভাবিক না হলে লঞ্চ বন্ধ থাকবে। কারণ, স্বাভাবিক নিয়ম অনুযায়ী রাত ৮টার পরে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।
Leave a Reply