শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা সংক্রমণ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তজুড়ে চলছে বিজিবির কঠোর নজরদারি। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত সাতক্ষীরার চারটি সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় এক মানব পাচারকারীসহ ৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা, তলুইগাছা, কুশখালী ও কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মানব পাচারকারী হাসানুর রহমান, নারায়ণগঞ্জ জেলার সাতগ্রামের সোনিয়া আক্তার, শরীয়তপুর জেলার চরগাজীপুর গ্রামের জেসমিন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সিরাজপুর গ্রামের আলীম গাজী, যশোর জেলার কেশবপুর উপজেলার সিকারপুর গ্রামের আসাদ সরদার, সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর গ্রামের আলম হোসেন ও সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের রবিউল ইসলাম। এ নিয়ে গত এক সপ্তাহে ভারত থেকে অবৈধ পথে দেশে ফিরে আসা দুই মানব পাচারকারীসহ ৩৩ নাগরিককে আটক করেছে বিজিবি।
সাতক্ষীরা-৩৩ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, আটকদের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা, কুশখালী ও কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। ১৪ দিন পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে থানায় পাঠানো হবে।
এদিকে শনিবার সকালে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী বাজার এলাকা থেকে অবৈধপথে ভারত থেকে আসা শিশু-নারীসহ ৫ জন আটক হয়েছে। দুপুরে বিজিবির তত্ত্বাবধানে তাদের সোনাবাড়িয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাশাইলের গোয়াইন গ্রামের বিনয় হালদার, তার স্ত্রী পারুল হালদার, তাদের দুই ছেলে বিজন ও বিক্রম এবং চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সুমননন্দীর লাউয়ারবিল গ্রামের সুরাইয়া খাতুন।
কলারোয়ার হিজলদী ক্যাম্পের বিজিবি সূত্র জানায়, আটকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। পরীক্ষার পর করোনামুক্ত হলে ১৪ দিন পর পুলিশে হস্তান্তর করা হবে।
Leave a Reply