মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশালের গৌরনদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী শনিবার সকালে প্রাণিসম্পদ দপ্তর চত্বরে উদ্ধোধন করা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগীতায় ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে উদ্ধোধনী অনুষ্টান উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ।
বক্তব্য রাখেন প্রাণিসম্প্রসারন কর্মকর্তা ডাঃ সুরভী আক্তার তানাজ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চিত্তরঞ্জন সিকদার, শেফালী রানী মজুমদার, মোঃ আবুল হাসান আজাদ, অফিস সহকারী মোঃ শাকির হোসাইন, মাঠসহকারী মোঃ আবুল কালাম আজাদ, সুপর্ণ বসু ফাল্লুনী প্রমুখ। শেষে অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিকেলে বিজয়ী খামারী মালিকদের পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply