শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফাঁকা রাস্তায় এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মো. আব্দুল লতিফ (৫২) নামের এক অটোরিকসা চালকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ কারাদণ্ডাদেশ প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্ত মো. আব্দুল লতিফ কিশোরগঞ্জ সদর উপজেলার মইনর গ্রামের মো. আক্কাস আলীর ছেলে। বর্তমানে তিনি আখাউড়া পৌর এলাকার কলেজ পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।
জানা গেছে, ওই কিশোরী প্রয়োজনীয় কেনাকাটা করতে মঙ্গলবার সকালের দিকে পৌর এলাকার সড়ক বাজারে আসে। কেনাকাটা শেষে দুপুরে দিকে বাড়ি ফিরতে আব্দুল লতিফের ব্যাটারি চালিত অটোরিকশায় উঠে সে। অটোরিকশাটি গ্রামের রাস্তা ধরে কিছুদূর যাওয়ার যাওয়ার পর বৃষ্টি শুরু হয়। এ সময় রাস্তাটি অনেকটা ফাঁকা ছিলো। সুযোগ পেয়ে চালক লতিফ কিশোরীর ওপর ঝাঁপিয়ে পড়ে ও শ্লীলতাহানির চেষ্টা করে। কিশোরী চিৎকার শুরু করলে লতিফ পালিয়ে যায়। পরে আরেকটি অটোরিকশায় ওই কিশোরী বাড়ি ফেরে।
ঘটনাটি বাড়িতে গিয়ে জানালে কিশোরীর বাবা কলেজ পাড়া এলাকায় আব্দুল লতিফকে খুঁজে পান। স্থানীয় লোকজন ওই অটোরিকশা চালককে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
Leave a Reply