রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শিশু ধর্ষনের অভিযোগে মঙ্গলবার বিকালে বিমান বন্দর থানা পুলিশ সেলিম সিকদার (৫৬) কে গ্রেফতার করেছে।
বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনাটি ঘটেছে গত ২৩ এপ্রিল শুক্রবার বিকালে অভিযুক্ত সেলিম সিকদারের ঘরে।
এ ব্যাপারে ধর্ষন চেষ্টায় শিকার সাত বছরের শিশুর নানা মোঃ ফরিদউদ্দিন হাওলাদার বাদি হয়ে সেলিম সিকদারকে আসামি করে বিমান বন্দর থানায় নারী ও শিশু র্নিযাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলা নং ১৬, তারিখ ২৭/৪/২০২১ইং।
স্থানীয় ও থানার মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল শুক্রবার বিকালে শিশু শ্রেনীতে পড়ুয়া ওই শিশুটিকে লম্পট সেলিম সিকদার ফুঁসলিয়ে নিজ বসত ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়।
এসময় শিশুটি চিৎকার দিলে লম্পট সেলিম সিকদার শিশুটির মুখ চেপে ধরে রাখেন। কিছুক্ষন পর শিশুটির হাতে ৬ টাকা দিয়ে বলে এ ঘটনা কাউকে না বলার জন্য। এ ঘটনার ৫দিন পর শিশুটি তার খালা মোসাঃ মৌসুমির কাছে র্ধষন চেষ্টা ঘটনা ফাঁস করে দেয়। ফরিদউদ্দিন বিষয়টি সমাজের কাছে জানালে তারা বলেন ডাক্তারি পরীক্ষা ছাড়া কাউকে অভিযুক্ত করা যায় না।
গত ২৭ এপ্রিল শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবা- চিম হাসপাতালে ভর্তি করেন। ২৭ এপ্রিল ডাক্তারি পরীক্ষায় র্ধষনের আলাতম পাওয়ার পরই থানা পুলিশ লম্পট সেলিম সিকদারকে গ্রেফতার করেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শিশুর নানা মামলার বাদি মোঃ ফরিদ উদ্দিন হাওলাদার জানান, তার নাতী ছোট বেলা থেকে তাদের কাছে থেকে লেখা পড়া করছে। তার বয়স আনুমানিক সাড়ে ৭ বছর । ধর্ষনের শিকার শিশুটি উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশিচর ইবতেদায়ী মাদ্রাসার শিশু শ্রেনীর ছাত্রী।
অপরদিকে আসামি সেলিম সিকদারের পরিবার বলেন,তার নাতনীর সাথে খেলা করতে প্রতিবেশি ফরিদ উদ্দিনের নাতনী প্রায়ই তাদের বাড়িতে আসত। সেই সুবাধে ওই শিশুটি আমাকে নানা ডাকে । তবে কি কারনে ধর্ষন মামলায় ফাঁসানো হয়েছে সে সর্স্পকে কিছুই বলতে পারে না বলে জানান।
Leave a Reply