সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
মির্জাগঞ্জ প্রতিনিধি॥ পটুয়াখালী মির্জাগঞ্জে কেজি দরে তরমুজ বিক্রির অভিযোগে তিন তরমুজ ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলার সুবিদখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। রমজান ও ধারাবাহিক অধিক দাবদাহের কারণে একটু স্বস্তি পেতে এবার ক্রেতাদের কাছে তরমুজের চাহিদাও বেশি। এই চাহিদাকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ক্রেতাদের এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়।
তরমুজ বাজারে অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রায়হান উজ্জামান। এ সময় তার সাথে ছিলেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়ক মো: আল-আমিন ও পুলিশের লোকজন।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রায়হান উজ্জামান। তিনি বলেন, সুবিদখালী খোলা বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালে কেজি দরে তরমুজ বিক্রির বিষয়টি আদালতের কাছে সরাসরি প্রমাণিত হয়। পণ্যের ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তিনটি মামলায় ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তরমুজসহ সকল ভোগ্যপণ্যের বাজারে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এ সময় আইন সম্পর্কে সকল বিক্রেতাকে সর্তক করা হয় ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
Leave a Reply