শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মুন্সীগঞ্জের সিরাজদিখানের হেফাজতে ইসলামের নেতা মোহাম্মদ আতাউল্লাহ (৩৪) ও মোহাম্মদ উল্লাহকে (২১ গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দুইজন হেফাজত ইসলামের নায়েবে আমীর আব্দুল হামিদ মধুপুর পীরের ছেলে।
শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে মোহাম্মদ আতাউল্লাহকে বরিশাল থেকে এবং মোহাম্মদ উল্লাহকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৪ এপ্রিল) রাতে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান।
পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের দিন ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সিরাজদিখান থানার সাবেক ওসি এস এম জালাল উদ্দিনের ওপর হামলার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। তারা ওই মামলার আসামি।
Leave a Reply